উত্তর পারুয়া দক্ষিণ পাড়া নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা

 *****চট্টগ্রাম জেলা রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত,

৫নং পারুয়া ইউনিয়ন পরিষদের, উত্তর পারুয়া, দক্ষিণপাড়া ২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত 
' উত্তর পারুয়া দক্ষিণ পাড়া নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা ' Uttar Parua Dokkin Para Noorani Kindergarten Madrasah '
একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। ২০১৬ ইং মহরম মাসের ১ম তারিখে এটি নির্মিত হয়।

বর্তমানে প্রায় ৩০০ জন এর অধিক শিশু দূর দূরান্ত
উত্তর পারুয়া দক্ষিণ পাড়া নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা

উত্তর পারুয়া দক্ষিণ পাড়া নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা



উত্তর পারুয়া দক্ষিণ পাড়া নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার শিক্ষক বৃন্ধদের পাঠ দান কালে 

থেকে এই মাদ্রাসায় দ্বীনি শিক্ষা অর্জন করতে আসে। অত্র মাদ্রাসার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য ৬ জন সিনিয়র শিক্ষক নিযুক্ত আছেন। ৫টি শ্রেণিকক্ষ ১টি অফিস এবং ১টি হান্নান সহ মোট ৭টি কক্ষ রয়েছে। প্রতিবছর শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য ১ম সাময়িক, ২য় সাময়িক এবং বার্ষিক তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিবছরে এরই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের জন্য সম্মানিত অভিভাবকদেরকে নিয়ে একটি আলোচনা সবার আয়োজন করা হয়। ডিসেম্বরের শেষের দিকে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র মাদ্রাসার সার্বিক সকল সুবিধা ও অসুবিধার দেখাশোনার কাজে নিয়োজিত থাকে অত্র এলাকার 'উত্তর পারুয়া দক্ষিণপাড়া যুবসমাজ উন্নয়ন ক্লাব' সদস্যরা।


**জ্ঞান অর্জন সম্পর্কে প্রিয় নবী (সা.) বর্ণনা করেন, “প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ”। 
( ইবনে মাজাহ)

**বিখ্যাত সাহাবী হযরত আনাস (রা.) হতে বর্ণিত, প্রিয় নবী (সা.) বলেন, যে ব্যক্তি জ্ঞান অনুসন্ধানে বের হয়েছে সে আল্লাহর রাস্তায় রয়েছে সে পর্যন্ত না ফিরে আসবে। 
(তিরমিযী)
অর্থাৎ, জ্ঞান চর্চায় লিপ্ত থাকা আল্লাহর রাস্তায় থাকারই নামান্তর।

***জ্ঞান অর্জনের মর্যাদা সম্পর্কে আল্লাহর নবী আরও বলেন, জ্ঞানী ব্যক্তির মর্যাদা (জ্ঞানহীন) ইবাদতকারীর ওপর এরূপ যেরূপ আমার মর্যাদা তোমাদের সবার ওপর। অতপর রাসূল (সা.) বললেন, যে ব্যক্তি মানুষকে ভাল কথা শিক্ষা দিয়ে থাকে তার জন্য স্বয়ং আল্লাহ তালা, তাঁর ফেরেশতাগণ, আসমানবাসী, জমিনবাসী, এমনকি গর্তের পিপীলিকা পর্যন্ত দোয়া করে 

(তিরমিযী শরীফ)

**বিখ্যাত হাদীসগ্রন্থ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা (রা.) থেকে একটি দীর্ঘ হাদীস বর্ণিত হয়েছে, প্রিয় নবী (সা.) বলেন, যে ব্যক্তি জ্ঞান লাভের উদ্দেশে কোনো পথ অবলম্বন করলো আল্লাহ তায়ালা এর দ্বারা তার বেহেশতের পথ সহজ করে দিবেন।

Comments